খুলনা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আবু মোহাম্মদ ফেরদৌস-এর সহধর্মিনী খালেদা খানম (৭৩) ইন্তেকাল করেছেন। গত রবিবার বিকাল ৫টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার সকাল ৯টায় আমতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামী বুধবার বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে খালেদা খানমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রিয় নেত্রী ও সাবেক মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, মহানগর আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। সংবাদ বিজ্ঞপ্তি