ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
দেশব্যাপী বিনামূল্যে পাঠ্যপুস্তুক বিতরণ উৎসবের অংশহিসাবে সোমবার খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্যে দিয়ে অত্যান্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আ’লীগ নেতা শেখ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা, যোগিপোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, খানাবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান লাভুর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন, বিদালয়ের শিক্ষক সুফিয়া খানম, সাফিয়া জেসমিন, অভিভাবকদের মধ্যে ইসহাক হোসেন, শিলু প্রমুখ।