খানজাহান আলী থানায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

0
365

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ মাদক নির্মুল এবং আসন্ন দুর্গাপুজা উপলক্ষে থানা এলাকার শান্তি শূংখলা রক্ষায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউজ ডে’ শনিবার সকাল ১১টায় খানজাহান আলী থানার অভ্যন্তরে খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শওকত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার পি আই মোঃ কলিমুল্লাহ, যোগিপোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইউসুফ আলী খলিফা, ৩৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, মহিলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ্যাডঃ শাহরা ইরানী পিয়া, সাধারণ সম্পাদক রুমা খন্দকার মুন্নি, মেম্বর হুমাউন, শাহ নুরুল ইসলাম মেম্বর, মহিলা মেম্বর হাফিজা, মাষ্টার শাহজাহান ও কেসিসি ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির । বক্তৃতা করেন, এস আই বিধান চন্দ্র সানা, এস আই আনোয়ার হোসেন, বেগ খালিদ হাসান বাবু, শেখ শাহরিয়ার, বাবর আলী সরদার, শাহ মোঃ আাব্দুল্লাহ, সরদার আলী আহম্মেদ, রেওয়ান রাজাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।