আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে সরকারি ত্রাণের চাউল ও টাকা বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু করা হয়।
করোনা ভাইরাস এর কারনে এলাকার শ্রমজীবি মানুষ কর্মহীন অবস্থায় বাড়িতে বসে থাকায় মানুষের মধ্যে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির অভাব চরম ভাবে দানা বেধেছে। সরকার এসব মানুষদের খাদ্য চাহিদা পুরণের লক্ষ্যে ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব কুমার দাশের নেতৃত্বে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এসময় ইউপি সদস্যবৃন্দ ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।