খাজরায় হত্যা মামলার ভিকটিম শিশু নিরবের লাশ কবর থেকে উত্তোলণ

0
226

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরের হত্যা মামলার ভিকটিম শিশু নিরবের লাশ কবর থেকে উত্তোলণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়নের গদাইপুরে নূর ইসলাম সরদারের শিশু ছেলে নিরবের (৮) পারিবারিক কবর স্থান থেকে লাশ উত্তোলণ করা হয়। মামলায় সূত্রে জানাগেছে, গত ৬ জানুয়ারী’২০ তারিখে দিবাগত রাতে নিরবের মা হালিমা খাতুন বাড়ীতে ছিলেন না। এ সুযোগে পিতা নূর ইসলাম সরদার শিশু ছেলে নিরবকে শ্বাস রোধে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ীর পুকুরে ফেলে দেয়। পরদিন সকালে পুকুর থেকে তার (শিশু নিরবের) লাশ উত্তোলণ করে পানিতে ডুবে মারা গেছে এমন প্রচার করে পারিবারিক কবর স্থানে দাফন করে। এ ঘটনায় গত ১৪ জানুয়ারী’২০ তারিখে নিরবের মা হালিমা খাতুন ছেলে নিরবের মৃত্যুর কারণ সন্দেহাতিত হওয়ায় নিজে বাদী হয়ে স্বামী নূর ইসলাম সরদারকে আসামী করে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুনানী শেষে আদালতের নির্দেশে শিশু নিরবের লাশ উত্তোলণ করে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হলে গতকাল সে মোতাবেক নিরবের লাশ উত্তোলণ করে ময়না তদন্তে প্রেরণ করা হয়। লাশ উত্তোলন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী, ডাঃ সাইফুল ইসলাম কাফী, থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, এসআই হাসানুজ্জামান, বিজন কুমার, সঞ্জিব সমাদ্দারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।