
কয়রা প্রতিনিধি:
সুন্দরবনে অবৈধভাবে মৎস্য ও বন্যপ্রানী শিকার রোধকল্পে জেলে-বাওয়ালীদের অংশ গ্রহনে এক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি ও খুলনা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বিভাগের আয়োজনে সোমবার (৩১ আগষ্ট) বিকাল ৩ টায় মহেশ্বরীপুর ইউনিয়নের খোড়লকাটি বাজারে এ সচেতনতামুলক সভায় শত শত জেলে-বাওয়ালী অংশ গ্রহন করেন।
দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি ও মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ ও মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন। সিএমসির কোষাধাক্ষ্য রিয়াছাদ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ বাহারাম, কালাবগী স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম, রেঞ্জ সহযোগী শাহানশাহ নওশাদ, সাংবাদিক প্রভাষক আনিসুজ্জামান, কয়রা টহল ফাঁড়ির ওসি হারুন অর রশিদ, ইউপি সদস্য আনছার আলী খোকন, শামীম হোসেন রোজেন প্রমুখ।