ওবায়দুল কবির(স¤্রাট), কয়রা(খুলনা):
কয়রা উপজেলার সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন জোড়শিং বাজারে ২ লাখ মূল্যের ৩০টি ভেষালি জাল অসাধু জেলে ও সুন্দরবন বিষমুক্ত করতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলোনো হয়েছে। গত কয়েক দিনে উপজেলার জোড়শিং, বিনাপানি, দক্ষিন বেদকাশি, পাতাখালি, গ্রামে বনবিভাগের অভিযান চালিয়ে এ সকল ভেষালি জাল জব্দ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
বিভিন্ন সূত্রে জানা যায়,অসাধু ধূর্ত জেলে সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগ করে মাছের বংশ ধ্বংস করে ভেষালি জাল দিয়ে চিংড়ি সহ ছোট প্রজাতির মাছ শিকার করে দীর্ঘদিন ধরে।বিভিন্ন সময় বন বিভাগ ও কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে অসাধু জেলে। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ,অসাধু জেলে ও বিষমুক্ত সুন্দরবন গড়তে ভেষালি জালের ব্যবহার ঠেকাতে মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে।
স্থানীয় জেলেরা জানিয়েছে, বনরক্ষীরা জোড়শিং , বিনাপানি ,দক্ষিন বেদকাশি, পাতাখালি সহ পার্র্শ্ববর্তী গ্রামের অনেক জেলের বাড়ি থেকে ভেষালি জাল উদ্ধার করে জোড়শিং বাজারে জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।
দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান বলেন, গ্রামে গ্রামে গিয়ে বনরক্ষীরা জেলের বাড়ি থেকে ভেষালি জাল উদ্ধার করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন।
এ ব্যাপারে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, সুন্দরবনকে অসাধু জেলে ও বিষমুক্ত করতে ভেষালি জালের ব্যবহার ঠেকাতে অন্য কোন বিকল্প নেই। তিনি আরও বলেন বন বিভাগের আহবানে সাড়া দিয়ে জেলেরা সেচ্ছায় বাড়ি থেকে যে ভেষালি জালগুলো বের করে দিয়েছে শুধুমাত্র সেগুলো পোড়ানো হয়েছে।