ক্রীড়া সাংবাদিক মুন’র পিতার ইন্তেকাল : শোক

0
425

টাইমস প্রতিবদক :
দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন এর পিতা এম এ জব্বার (৮০)  রবিবার ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেন (ইনা লিল্লাহি …. রাজিউন)। তিনি গত এক সপ্তাহ ধরে নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিক রবিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা নগরীর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলন দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জয়নাল ফরাজী, চীফ ফটো সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি হাছিবুর রহমান হাছিব, মরহুমর বড় ছেলে মুক্তার আহমেদ, মেঝ ছেলে আবরার আহমেদ (মাসুম), ছোট ছেলে আনওয়ার আহমদ মুন প্রমুখ। জানাযা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমের রুহের মাগফিরাত কামনায় বায়তুল আমান জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

দক্ষিণাঞ্চল পরিবারের শোক: ক্রীড়া সাংবাদিক আনওয়ার আহমদ মুন এর পিতার মত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম সাহিদ হাসন, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, সিনিয়র রিপার্টার জয়নাল ফরাজী, শশাংক স্বর্ণকার, স্টাফ রিপোর্টার নাদিম উল আলম, চীফ ফটোসাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ফটোসাংবাদিক বাহাউদ্দিন বাহার প্রমুখ।