বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার ক্রিকেটারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের অবতারে তৈরি হবে কপিল দেবের বায়োপিক।
ছবিতে নায়ক হিসেবে রণবীর সিংয়ের কিংবদন্তি অলরাউন্ডারের ভূমিকায় অভিনয়ের কথা আগে থেকেই চূড়ান্ত ছিল। এবার জানা গেলো কে হচ্ছেন ছবির নায়িকা। হ্যাঁ, এই ছবির নায়িকা হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ।
সিনেমায় কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। ছবিটি পরিচালনা করবেন কবির খান। এর আগে কবির খান পরিচালিত ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা।
তবে ছবির প্রচারণায় জড়িত একজন জানান, ‘এখনও পরিচালক ছবির শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি। তবে বাকি দু’জনের নাম প্রায় চূড়ান্ত। একজন নতুন মুখ এবং অন্য একজনের নাম সাজেস্ট করেছেন রণবীর নিজেই।’
জানা গেছে, সিনেমাটি মোটেই কপিল দেবের বায়োপিক হবে না। ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়কেই গুরুত্ব দেয়া হবে ছবির গল্পে। কপিল দেবও জানান, ‘কোনোভাবেই এটা আমার জীবনীমূলক সিনেমা নয়। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়েই সিনেমা। সিনেমায় তার পাশাপাশি সুনীল গাভাস্কার, মোহিন্দর অমরনাথসহ অন্যান্য ক্রিকেটারদেরও গুরুত্ব দেয়া হবে।