নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পশ্চিম জোন রোববার (২ সেপ্টেবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বলে জানা গেছে।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার চালনা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থাকে কোস্টগার্ডের সদস্যরা। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কামারখোলা ইউনিয়নের কামারখোলা গ্রামের ওয়াজিদ আলীর ছেলে নূর ইসলাম(২৬) ভবেন্দ্রনাথ মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডল(২৫) ও খোকন গাজীর ছেলে আলী গাজী(১৮)। স্থানীয়রা জানায়, তারা বিভিন্ন এলাকার যুবসমাজের মধ্যে মাদকদ্রব্য বিক্রির জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ খুলনাটাইমসকে জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। এছাড়া কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, উক্ত মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকদ্রব্য বিভিন্ন ভাবে পাচার করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের পিও কর্মকর্তা এম ইলিয়াস কাঞ্চন বাদী হয়ে দাকোপ থানায় মাদক মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪।