অনলাইন ডেক্স : সারা বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল প্রধানমন্ত্রী সংসদে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, চৈত্রের রোদ্রে পুড়ে তিনদিন ধরে রাস্তায় বসে আছে। তারা তো অসুস্থ হয়ে পড়বে। রাস্তা বন্ধ হয়ে আছে, মানুষ হাসপাতালেও যেতে পারছে না। প্রধানমন্ত্রী বলেন, যেহেতু কেউ কোটা পদ্ধাতি চায় না, তাই কোনো কোটাই থাকবে না। এতে তো আর কারো আপত্তি থাকবে না। মেয়েরাও দেখি রাস্তায় নেমে গেছে। তার মানে তারাও কোটা চায় না। আমি খুশি, তারা পরীক্ষা দিয়ে চলে আসবে। তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যথেষ্ট হয়েছে, তারা বাড়ি চলে যাক।
বাড়ি চাকরির-খবর চৈত্রের রোদ্রে পুড়ে রাস্তায় বসে না থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধানমন্ত্রী