খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি আগামী (২৩ ডিসেম্বর ২০১৭) শনিবার। ওইদিন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হতে যাচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক মো: আমিন উল আহসান। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ সাধন কুমার ঘোষ।
নিবন্ধনকৃত সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এজন্য যেকোনো তথ্যের জন্য ০১৭১৬৫৩৭১৭১, ০১৯১৩-৯৩৭২৮৫এবং ০১৯১৩-৮৯৭৭৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি