কেসিসি নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী টোনার গণসংযোগ

0
611

নিজস্ব প্রতিবেদকঃখুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামীলীগ প্রার্থী এস এম খুরশিদ আহম্মেদ টোনা তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।১৩ নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো ভোটারদের দ্বারে যাচ্ছেন এই কাউন্সিলর প্রার্থী। শুক্রবার ও শনিবার নগরীর প্লাটিনাম মিল গেট, চরেরহাট, বি আই ডি সি রোড,আলমনগর এলাকায় পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ করেন।এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোর্শেদ আহমেদ মনি,সাধারণ সম্মাদক জিয়াউল আলম খোকন,সহ-সভাপতি দীপক দত্ত।শেখ টিপু সুলতান যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনা মহানগর ছাত্রলীগ, অমিত সরকার খালিশপুর থানা ছাত্রলীগ, শেখ সেলিম বাপ্পি,আশিক খান রাজা, মোঃশরিফুল ইসলাম,হৃদয় ইলসাম সহ প্রমুখ।

খুলনা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা ৩৮৫৫, মহিলা ভোটারের সংখ্যা ৩৮৮৮ এবং সর্বমোট ভোটারের সংখ্যা ৭৩৪৩ জন।

উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে ৭৭৪ ভোটে এস এম খুরশিদ আহম্মেদ টোনা তার বড় ভাই মোর্শেদ আহমেদ মনিকে পরাজিত করে নির্বাচিত হয়।