নিজস্ব প্রতিবেদক:
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি একই স্থানে কেসিসি’র রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
ইসি সচিব আরও বলেন, খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। নির্বাচন কর্মকর্তারা কেসিসি নির্বাচনের জন্য প্রস্তাাবিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। কোনো কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হলে সেখানে আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা গড়ে তোলা হবে। নির্বাচনকে কেন্দ্র করে পেশিশক্তি বা ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
উলেখ্য, আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীদের আগামীকাল ১২ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ খুলনায় আসেন।