দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ্ব ্প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় দেবহাটার সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গনে হতে শুরুতে আনন্দ শোভাযাত্রাটি সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজের আইসিটি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, বাংলা বিভাগের পীযূষ কান্তি মল্লিক, ব্যবসায়ী শিক্ষা বিভাগের বিভাগের শেখ মিজানুর রহমান, আকবর আলী, আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সুমন প্রমূখ।
অনুষ্ঠানটি প্রভাষক আবু তালেবের পরিচালনা অন্যান্যদের মধ্যে শিক্ষক স্বপন কুমার ঘোষ, আব্দুল আজিজ, আলহাজ্জ মনিরুল ইসলাম, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, আব্দুর রহমানসহ সকল বিভাগের শিক্ষকগন, বিভিন্ন পর্যয়ের ছাত্রলীগের নের্তৃবৃন্দ, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ছাত্রীদের মধ্যে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।