কেবল শিল্প’র সাবেক প্রশাসনিক কর্মকর্তার ইন্তেকাল

0
501

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ
বাংলাদেশে কেবল শিল্প লিঃ এর সাবেক প্রশাসনিক কর্মকর্তা, সিবিএ’র সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (৭০) শনিবার সকাল ১১ টায় খুলনার একটি হাসপাতলে ইন্তেকাল করেছেন( ইন্নানিল্লাহি ..রাজিউন)। তিনি স্ত্রী, ৫ কণ্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। বাদ আছর মহেশ^ারপাশা নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে মহাশ^ারপাশা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার আছরবাদ বনিকপাড়ার দুই মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেবল শিল্পের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, কেসিসি কাউন্সিলর আব্দুস সালাম. কাউন্সিলর মোঃ শাহাদাৎ হোসেন মিনা, শেখ আব্দুর রাজ্জাক, ডাক্তার কাজী ইয়াছিন উদ্দিন, খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, বাকেশির সিবিএ নেতা মোঃ সেকেন্দার আলী, সেলিম আবিদিন, মাহতাব উদ্দিন, আলতাব হোসেন, মোহাম্মাদ আলী সহ এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।