কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার

0
39

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার হয়েছে। আটক আসামী সাইমুন আকন লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর ¯øুইচ গেইট এলাকার শাহ আলম ও নাজমা পারভীনের ছেলে এবং আটক আরেক আসামী মেহেদী হাসান একই থানা এলাকার দক্ষিণ মোহাম্মদনগর নিবাসী মো: সাহেব আলী খাঁ ও রিজিয়া বেগম দম্পতির ছেলে।


জানা গেছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১টার দিকে লবণচরা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর ¯øুইচ গেটের পিচের গলি সংলগ্ন নিত্য পন্য ডিপার্টমেন্টাল এর পাশের গলি হতে আসামীদ্বয়’কে ২ টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ছোরা, ১টি লোহার তৈরী চাপাতি এবং ১টি লোহার তৈরী প্লাস্টিকের বাটযুক্ত রামদাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-আর্মস এ্যাক্ট এর ১৯(ঊ) রুজু করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here