কুয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক ছানাউর রহমানের বিদায় সংবর্ধনা

0
380

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
কুয়েট ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমান বিদায় সংবর্ধনা গতকাল শনিবার বিদ্যালয়ের বকুলতলা মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আলমগীর। বিদায়ী বক্তৃতা করেন অনুষ্ঠানের সংর্বধিত অতিথি টি এম ছানাউর রহমান। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. জলি সুলতানা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, আরআর এফ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, তেলিগাতী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান হাওলাদার, কুয়েট উন্মেষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবার হোসেন, মডেল স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা, কুয়েটের সহকারী রেজিষ্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী। স্কুলের শিক্ষার্থী আব্দুল আজিম ও সিদ্রাতুল মুনতাহার উপস্থাপনায় বক্তৃতা করেন, রঞ্জিত কুমার মন্ডল, আব্দুল মতিন, মোঃ আবুল হাসান, মোঃ মহিবুল্লাহ, খুরশিদা জাহান, হাবিবা আক্তার, রহিমা আক্তার, ফাহানা ইয়াসমিন, স্মৃতিচারণ করে বক্তৃতা করেন দৌলতপুর দিবা/নৈশ কলেজের শিক্ষক মিলন কুমরা মন্ডল, প্রাক্তন ছাত্র মোঃ কামরুল ইসলাম, উন্মে হাবিবা, এস সুর্পনা ইসলাম,এস এম মোরসালিন সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষর্থীরা বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, বিদ্যালয়ের যাত্রা শুরুর শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টি এম ছানাউর রহমান দীর্ঘ পঁচিশ বছরের শিক্ষকতার দায়িত্বপালন শেষে গত বৃহস্পতিবার শেষ কার্যদিবস শেষে অবসর গ্রহন করেছেন।#