কুয়েট স্কুলের ২৫বছরপূর্তি রজত জয়ন্তি ও পূনর্মিলনী উৎসব ১৩ জানুয়ারী

0
834

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
কুয়েট ক্যাম্পাস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের ২৫ বছরপূর্তি রজত জয়ন্তি ও পূনর্মিলনী উৎসব আগামী ১৩ জানুয়ারী শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রজত জয়ন্তিতে অংশ নিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশনের মেয়াদ ৪ জানুয়ারী বৃহস্পতিবার শেষ হচেছ। রজত জয়ন্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর টি.এম. জাকির হোসেন, দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান খান নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শামসুর নাহার ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। রজত জয়ন্তি উৎযাপন উপলক্ষে একটি আহবায়ক কমিটি এবং উপদেষ্ঠা কমিটি নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে। রজত জয়ন্তি উৎযাপন কমিটির কাজের অগ্রগতির পর্যালোচনা সভা গতকাল উৎযাপন কমিটির আহবায়ক রুমা খন্দকার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন, উপদেষ্টা কমিটির সদস্য স্কুলের শিক্ষক মোঃ তালেবুর রহমান রাকিব, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, পারভেজ আলম, ওহেদুল ইসলাম বাবু, মাহমুদ হাসান, এনামুল হাসান, মোঃ আল আমিন, এস এম মহিদুল, বিনিয়ামিন, সায়মা আক্তার ও মোঃ লিটন হাওলাদার।