ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি মাধ্যমকি বিদ্যালয়ের(কুয়েট) সহকারী শিক্ষক আব্দুল মতিনের দামোদর বাসার গ্রীলকেটে তার ব্যবহৃত মটরসাইকেটি চুরি হয়েগেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে(মামলা নং ৪ তাং৭/৭/১৮)।
মামলার অভিযোগে জানাগেছে, গত ৫ জুলাই ভোর রাতে বাসার দক্ষিণপাশের একটি রুমের জানালার গ্রীলকেটে ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বাজাজ লাল কালো রংয়ের ১০০সিসি যার চেচিস নং গউ২অ১৪অতঙএডঐ৮৬২৪৬,ইঞ্জিননং-ঔইতডএঐ৩৭০২৭, খুলনা হ-১২-৫৮৭১ মটরসাইকেলটি ঘরের ক্লপসিবালগেট এবং প্রধান গেটের মোট ৩টি তালা কেটে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ফুলতলা থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। কুয়েট স্কুলের শিক্ষক আব্দুল মতিন আরো জানান, গত ২১ এপ্রিল এক দল ডাকাত তাদেরকে জিম্মি করে নগদ টাকা, ৫ ভরী স্বর্ণালঙ্গার সহ প্রায় ৫লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও তার কোন আইননানুক ব্যবস্থা গ্রহন না করায় ঐ ঘটনার মাত্র আড়াই মাসের মধ্যে গ্রীলকেটে মটরসাইকেল চুরি হলো।