ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) মাষ্টাররোল কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ রবিবার সকাল সাড়ে ১০টায় কুয়েট ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক মোঃ তাইফুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আব্দুর জব্বার মোল্যা, সাহিত্য,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল শেখ, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক রাজিয়া বেগম নির্বাহী সদস্য আনিছা উপস্থিত ছিলেন। এছাড়াও কুয়েট কর্মচারী সমিতি(৩য় শ্রেনী)’র সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, সদস্য রুমা খন্দকার মুন্নি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি সোনালী বিনতে শরীফসহ কুয়েট মাষ্টাররোল ও কর্মচারী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।