খুলনাটাইমস: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সেমাবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রেববার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়াচর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), একই গ্রামের হজরত আলীর ছেলে এনামুল হক (৩২), শৌলমারী ইউনিয়নের পুড়ারচর গ্রামের আজিজুল হকের ছেলে নুর আলম (৩৫) ও বড়াইকান্দি গ্রামের আবদুল কাইয়ুম মেম্বারের ছেলে আলমগীর হোসেন (২৫)। পুলিশ সূত্র জানায়, গত রেববার দিবাগত রাতে উপজেলার শিবের ডাংগী এলাকায় রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই উপজেলার ঝগড়ারচর, পুড়ারচর ও বড়াইকান্দি গ্রামে অভিযান চালিয়ে আরও তিন মাদককারবারিকে আটক করা হয়। রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।