খুলনা টাইমস প্রতিবেদক :
কুষ্টিয়ায় করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের জন্য দিশা টাওয়ারে ২৫টি কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। করোনা রোগী সেবায় প্রস্তুত চিকিসক ও তাদের পরিবারবর্গের সুরক্ষায় দিশা টাওয়ারের মালিক আলহাজ্ব রবিউল ইসলাম অনন্য এ উদ্যোগ গ্রহন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া সদর আসনের এমপি মাহাবুব-উল আলম হানিফ করোনা রোগী চিকিৎসায় যারা নিয়োজিত থাকবেন সেই চিকিৎকগন ও তাদের পরিবারবর্গের সুরক্ষায় দিশা টাওয়ারে কক্ষ বরাদ্দে টাওয়ারের সত্ত্বাধিকারী রবিউল ইসলামকে অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে রবিউল ইসলাম এগিয়ে আসেন। কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের সন্নিকটে দৃষ্টিনন্দন ১০ তলা বিশিষ্ট দিশা টাওয়ারে চিকিৎসকদের জন্য ২৫টি রুম বরাদ্দ দেন।

এর আগে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আশরাফ-উল হক দারা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদ, সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম, ২৫০ বেড জেনারেল হাসপাতালের আএমও ডাক্তার তাপস কুমার সরকার, দিশা টাওয়ারের মালিক আলহাজ্ব রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
যেসকল চিকিৎসক কোভিড ১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা দিবেন কিংবা কোভিড রোগীর সংস্পর্শে আসবেন সেই চিকিৎসকরা নিজ বাড়ির পরিবর্তে দিশা টাওয়ারে বরাদ্দকৃত রুমে থাকবেন। চিকিৎসক ও তাদের পরিবারবর্গের সুরক্ষায় এটি ব্যক্তিগত অনন্য উদ্যোগ এবং বিত্তবান অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে কুষ্টিয়া বিএমএ’র সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদ জানান।

রবিউল ইসলাম দৈনিক খুলনা টাইমসকে জানান, করোনা রোগী চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সামান্য এ সেবা দিতে পেরে তিনি খুশী। তার এ উদ্যোগের ফলে সমাজের অন্যান্য বিত্তবানও এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ##