বিজ্ঞপ্তি: খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এমপি’র অকাল মৃত্যুতে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার খুলনা বাছাই পর্ব স্থগিত করা হয়েছে। ২৭ জুলাই শুক্রবার খুলনা নগরীর পিটিআই প্রাঙ্গণে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ৭ সেপ্টেম্বর একই স্থানে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
এদিকে পিটিআই মিলনায়তনে শুক্রবার বেলা ১১টায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান। বক্তৃতা করেন নগর শাখার সভাপতি এম এম কবির আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা শাখার সাধারণ সম্পাদক হিরা মনি শাহী তাজ, নগর শাখার সহ সভাপতি হাসান ফেরদৌস পিপলু, সহ সাধারণ সম্পাদক নূর হাসান জনি সহ খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় এমপি সুজা’র অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।