কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

0
390

আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী হাছানুল হক ইনুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। মঙ্গলবার দুপুরে নান্দাইল জেলা পরিষদ ডাক বাংলোয় কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ.বি.এম লুৎফর রাশিদ রানা এ্যাডভোকেট এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনি, সদস্য নজরুল ইসলাম নুরু এ্যাডভোকেট। মন্ত্রী সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তথ্য মন্ত্রী হাছানুল হক ইনু সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ এবং বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ সময় নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।