আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বাংলাদেশ হাওর এবং জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত হাওর প্রতিবেশে অবকাঠামোগত প্রভাব ও উদ্ভাবনী সমাধান নিরুপন শীর্ষক প্রকল্পের মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে মতবিণিময় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্্রষ্টিবোর্ডের ট্রাষ্টি রিপন রায় লিপু,জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, হাওর এবং জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের স্পেশালিষ্ট হিফজুর রহমান,সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী,সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড’র ভারপ্রাপ্ত কমান্ডার ভূপাল নন্দী,সদর উপজলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন,ডা.সালেহা আক্তার,যুব উন্নয়ন কর্মকর্তা এ জেড শাহাদাৎ হোসেন,পিআইও রেজাউল করীম,অধ্যাপক শহিদুল ইসলাম,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,মহিনদ ইউপি চেয়ারম্যান মনসুর আলী প্রমুখ।