কিশারগঞ্জ সদরে উপজেলা পরিষদ’র মেধাবৃত্তি প্রদান

0
364

আশরাফ আলী সাহান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ ৭ জন এতিমকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজলা পরিষদ কমপ্লেক্সে স্মল কাইডনস বাংলাদেশ ( এসকেবি) এর উদ্যোগে জেলার ৭ জন এতিম শিশুকে ৬ হাজার টাকা করে মোট ৬০ হজার টাকা প্রদান করা হয়। সদর উপজলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ প্রধান অতিথি হিসেবে এসব অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুনাহার লুনা, হিদু ধমর্ীিয় কল্যাণ ট্্রষ্টিবোর্ডের ট্রাষ্টি রিপন রায় লিপু, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,রশিদাবা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোস্তফা মাস্টার, এস কে বির সুপার ভাইজার আবু বকর সিদ্দিক মানিক, প্রতিনিধি বরকত উল্লাহ ও জহিরুল ইসলাম প্রমুখ।