সংবিধান লংঘন করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কারাগারের ভেতরে আদালত বসিয়ে বিএনপির চেযারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচার কার্যক্রম পরিচালনার প্রতিবাদে খুলনায় শনিবার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে মহানগর বিএনপি। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সফল সফল করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্ততি গ্রহণ এবং যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়। আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি। বিজ্ঞপ্তি