কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উপলক্ষে পুরস্কার বিতরণ

0
524

তথ্যবিবরণী: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৯তম জন্মোৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথি বলেন, নজরুল আমাদের সকলের অহংকার। কবি নজরুল ছিলেন সকলের কবি, চির যৌবনের কবি, তারুণ্যের কবি, মানবতার কবি, প্রেমের কবি এবং শিশুদের কবি। তাঁর প্রতিটি সৃষ্টিশীল আগামী প্রজন্মদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। অনেকে নজরুলকে নিয়ে গবেষণা করছে। নজরুলকে নিয়ে চর্চা আরও বাড়াতে হবে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিয়মিত নজরুলের অনুষ্ঠান আয়োজনের ওপর জেলা প্রশাসক গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ। আলোচক ছিলেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত জানান জাতীয় কবি নজরুল চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা জেলা প্রশাসন, নজরুল চর্চা কেন্দ্র ও নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ৫২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দুইশত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।