নিজস্ব প্রতিবেদক:
২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শমসের আলি মিন্টু ও সংরক্ষিত আসনের কাউন্সিল মাজেদা খাতুনকে ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর নিরালাস্থ ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তাদের হাতে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি ইকবাল হাসান তহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর নাগরিক ফোরামের অর্থ সচিব মো. আরজুল ইসলাম আরজু, সদস্য মো. ইদ্রিস আলি, শেখ আব্দুর রশিদ খোকন, বনানী সুলতানা ঝুমু, রোজি রহমান, এমএ জলিল, হাসান আল মামুন, মো. নুরুল আমিন, মো. তৈয়েবুর রহমান তপু, মিসেস মিনা, সেলিনা ইয়াসমিন নিশি, নাসরিন আক্তার, নাইম হাসান, রেজাউল আমিন সাবু, তালাত মাহমুদ, আ. লতিফ সুইট, মো. হাব্বিুল্লাহ সাচ্চু, সিলভি হারুন, রহিমা কামাল, রুবিয়া আজিজ প্রমুখ।