কপিলমুনিতে রাতের আধারে সাদা মাছের পোনার প্রজেক্ট দখল, ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

0
164

শেখ নাদীর শাহ্:
কপিলমুনির কাশিমনগর এলাকায় জোরপূর্বক একটি সাদা মাছের পোনার ঘের দখলের অভিযোগ পাওয়াগেছে। নেটের ঘেরা-বেড়া দিয়ে দখলের ঘটনায় আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের আঁধারে উপজেলার রামনগর গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে সিদ্দিক গাজী পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামের মৃত ফাজেল সরদারের ছেলে রশিদ সরদারের কাশিমনগর মৌজার পৈত্রিক ৩ বিঘা জমিতে সাদা মাছের পোনার প্রজেক্টের প্রায় অর্ধেক অংশ নেট জাল দিয়ে ঘিরে দখল নিয়েছে। রশিদ গত প্রায় ২ বছর যাবৎ তাদের পেত্রিক ঐ জমিতে চারা মাছের পোনার চাষ করে আসছিল। চলতি বছরও সেখানে মাছ ছেড়ে আবাদ (মোটা-তাজা করণ) প্রক্রিয়া অব্যাহত রাখে। এমন পরিস্থিেিত গত মঙ্গলবার সিদ্দিক ঐ ঘেরের অর্ধাংশ প্রায় দেড় বিঘা জমিতে নেট দিয়ে ঘিরে দখল নেয়।

এদিকে পৈত্রিক সম্পত্তিতে গড়ে তোলা প্রজেক্টে দখলের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে রশিদ সরদার। তিনি এব্যাপারে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে জানতে চাইলে দখলদার সিদ্দিক গাজী জানান, তার এক ভগ্নিপতি রশিদের বড় ভাই আজিজের কাছে ১ লক্ষ টাকায় ১ বিঘা জমির বন্ধক নেয়। তবে সিদ্দিকের ঐ আত্নীয় জমির দখল না নিয়ে ১ বিঘা জমির হারি নিয়ে আসছিল। তবে ১ বছর ঐ বন্ধকি জমির হারি না পাওয়ায় তারা মঙ্গলবার ঐ ঘেরের দখল নিয়েছে।

প্রসঙ্গত, আজিজ কারো কাছে জমি কন্ধক রাখলে বা হারি পরিশোধ না করলে সেটা আজিজের ব্যাপার এমনকি কোথাও কেবল তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু ছোটভাই রশিদের ৬ লক্ষাধিক টাকার মাছের প্রজেক্ট দখলপূর্বক তছরুপের ঘটনায় রীতিমত হতবাক হয়েছেন এলাকাবাসীও।

এব্যাপারে স্থানীয় কাশিমনগর এলাকার জনৈক ঘের ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর হোসন জানান,আমরা জানি সিদ্দিকের এক আত্নীয় আজিজের কাছে টাকা পাবে। সে জন্য তারা আজিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। তবে কোনভাবেই রশিদের পোনা মাছের ঘেরে নেট-পাটা দিয়ে দখল করতে পারেনা। এব্যাপারে তারা ইতোমধ্যে একাধিকবার বসাবসিও করেছেন। যাতে টাকা পরিশোধের জন্য আজিজের পক্ষে সময় চাইলেও তারা সময় না দিয়ে উপরন্তু আজিজের ছোটভাই রশিদের ঘের দখল করে লক্ষ লক্ষ টাকার মাছের তছরুপ করছেন। এব্যাপারে তিনিও জরুরী হস্তক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

এলাকাবাসী জানায়, সিদ্দিক গাজী জাপান টোবাকো ইন্টা: গ্রুপ অব কোম্পনীতে চাকুরী করায় এলাকায় নিজেকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করেন। যেকোন ঘটনায় নিজেকে জড়িয়ে ধরাকে সরাজ্ঞান করে ছাড়েন। এলাকাবাসী এর বিচার দাবি করেন।