কপিলমুনিতে নাহিদ -নামিরা ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শ’ পরিবারে খাদ্যসহায়তা

0
314

শেখ নাদীর শাহ্ :


পাইকগাছার কপিলমুনির কাশিমনগরস্থ নাহিদ-নামিরা ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালে কর্মহীন ১৫২ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে ৬৭ নং রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু উক্ত খাদ্যসহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশনের (প্রধান মনিটরিং) ও নাহিদ নামিরা ফাউন্ডেশনের ডিরেক্টর মো:আব্দুস সাত্তার গাজী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সহ-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, ছাত্রলীগ নেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, আজমল হোসেন বাবু, ইমরান হোসেন মোল্লা, গাজী এনামুল হক, গাজী আলমগীর হোসেন, শেখ রাজু আহম্মেদ, শেখ রাহাত আহম্মেদ, গাজী শাহীন আলম, আবু বক্কর গাজী, গাজী মোসলেম উদ্দীন দয়াল, রেশমা বেগম, শেখ রাজু আহম্মেদ, মনিরুল গাজী, শেখ সুজন, হাফিজুর রহমান, জাহিদুল সরদার, জি, এম আবুল কাশেম, ফজর আলী গাজী প্রমূখ।

সহায়তার প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল,৩ কেজি আল,৫ শ’ গ্রাম তেলসহ ১৫২ পরিবারের মাঝে ঐ সহায়তা প্যাকেট প্রদান করা হয়।