সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে সরগরম কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্রবিলাসের মুহুর্তগুলো ক্যামেরার ফ্রেমবন্দি করতে ব্যস্ত ভ্রমণপিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে লাইফগার্ড। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।
সাগর তীরে উৎসুক পর্যটকের ভিড়। দেশের নানাপ্রান্ত থেকে প্রিয়জনকে নিয়ে ছুটে এসেছেন তারা। আনন্দ আর হৈ-হুল্লোড়ের এমন দৃশ্য চোখে পড়বে কক্সবাজারে। সাপ্তাহিক ছুটিতে সব বয়সী মানুষের আনন্দে মাতোয়ারা সৈকতের সবকটি পয়েন্ট।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন লাইফগার্ড কর্মীরা।
কক্সবাজার সী-সেইভ লাইফ গার্ডের ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, বিভিন্ন জায়গা থেকে এখন ট্যুরিস্টরা আসছে। এদের নিরাপত্তার জন্য আমরা আছি।
আর ট্যুরিস্ট পুলিশ জানাল, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সেখানকার পর্যটন স্পটগুলোকে ট্যুরিস্ট পুলিশ ২৪ ঘণ্টা ঘিরে রেখেছে।
আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং মেরিন ড্রাইভ সংযোগ সড়কের সংস্কারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় দরিয়ানগর, হিমছড়ি, পাথুরে সৈকত ইনানী ও টেকনাফ সৈকতে সহজেই যেতে পারছেন পর্যটকরা।