খবর বিজ্ঞপ্তি:
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৭ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কমসূচীর মধ্যদিয়ে শুক্রবার পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল শহীদের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এমইউজে খুলনার উদ্যোগে অনুষ্ঠিত কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান। এ সব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম। এমইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এম আশেক উল্লাহ এবং বিএফইউজের নির্বাহী সদস্য ও এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এমইউজের সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামূল হক শাওন, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সিনিয়র সদস্য এরশাদ আলী, সামসুল আলম খোকন, ফটো সাংবাদিক নেতা নাজমুল হক পাপ্পু, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদস্য গাজী মঈন উদ্দীন, সাংবাদিক সাইফুল্লাহ বাবু, শহীদের ছোট ভাই ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা, শহীদের ছোট ভাই বোরহান উদ্দিন ও কুতুব উদ্দিন রব্বানী প্রমূখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন সাংবাদিক নেতা জি এম আশেক উল্লাহ।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রæয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমাা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রæয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।