এফবিসিসিআইর নব নিযুক্ত সভাপতির এর সাথে বিমামা’র সদস্যদের সাক্ষাৎ

0
17

ঢাকা অফিসঃ বাংলাদেশ মোটরসাইকেল এসেম্বলারস্ এন্ড ম্যানুফ্যাকচারাস্ এসোসিয়েশনের (বিমামা) সভাপতি এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে এসোসিয়েশনের অন্যান্য সদস্য জনাব বিপ্লব কুমার রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, শিগেরু মাতসুজাকি ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, আলহাজ্জ মহিইদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রুপসা ট্রেডিং কর্পোরেশন, কাওসার আহমেদ, পরিচালক, রুপসা ট্রেডিং কর্পোরেশন, শামসুল বাশার, পরিচালক, রাসেল ইন্ডাষ্ট্রিজ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, মহাব্যাবস্থাপক, এসিআই মোটর্স লিমিটেড এফবিসিসিআই এর নব নিযুক্ত সভাপতি  মাহবুবুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিমামা সদস্যরা ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসোসিয়েশন এর পক্ষ থেকে বিমামা’র সভাপতি এফবিসিসিআই এর নব নিযুক্ত সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার বলিষ্ট নেতৃত্বে দেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠনটি আরও বেগবান এবং ব্যাবসায়ীদের জন্য উপযোগী পরিবেশ তৈরী হবে এই আশা জ্ঞাপন করেন। এ ব্যাপারে বিমামা সবসময় এফবিসিসিআই এর পাশে থাকবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here