এক নজরে সাকিবের হায়দরাবাদ

0
402

অনলাইন ডেস্ক
আইপিএলের এগারোতম আসর মাঠে গড়িয়েছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবারের আসরে সবার নজর সানরাইজার্স হায়দরাবাদের দিকে। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। কেপ টাউনে বল বিকৃতি বিতর্কের সবেচেয়ে আলোচনায় এসেছিল সাকিবের সানরাইজার্সই।
বল টেস্পারিং কেলেঙ্কারিতে ডেভিড ওয়ার্নার নির্বাসিত হওয়ায় দলের এক নম্বর তারকাকে ছাড়াই এবার মাঠে নামতে হবে হায়দরাবাদকে। বদল করতে হযয়ছে নেতৃত্বেও। যদিও পরিবর্তিত অধিনায়ক কেন উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার বিপুল অভিজ্ঞতা রয়েছে। দলে বেশ কিছু রদবদল ঘটিয়ে সানরাইজার্স এবার বাকিদের চমকে দিতে প্রস্তুত।
স্কোয়াড:
ব্যাটসম্যান: ডেভিড ওয়ার্নার (নির্বাসিত), শিখর ধাওয়ান, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋকি ভুই, শচীন বাবি, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস (ওয়ার্নারের পরিবর্ত)।
উইকেটকিপার-ব্যাটসম্যান: ঋদ্ধিমান সাহা, শ্রযীবৎস গোস্বামী।
অলরাউন্ডার: সাকিব আল হাসান, দীপক হুডা, কার্লোস ব্রেথওয়েট, ইউসুফ পাঠান, মোহম্মদ নবি, ক্রিস জর্ডন, বিপুল শর্মা, মেহেদি হাসান।
বোলার: ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, টি নটরাজন, সন্দীপ শর্মা, বিলি স্ট্যানলাক।
সাপোর্ট স্টাফ:
টম মুডি (হেড কোচ)
সাইমন হেলমট (সহকারী কোচ)
ভিভিএস লক্ষ্মণ (মেন্টর)
মুথাইয়া মুরলিধরণ (বোলিং কোচ)
থিও কাপাকৌলাকিস (ফিজিও)