একাদশ সংসদ নির্বাচনের জন্য এখনই প্রস্তুত হবে : সিটি মেয়র

0
430

বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। আর সে বিজয় অর্জন করতে হলে প্রত্যেক ওয়ার্ডের পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষকে শেখ হাসিনার উন্নয়নের কথা বোঝাতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামায়াত ও ক্ষমতা লোভীরা দেশকে অশান্ত করতে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্রকে নির্মূল করতে প্রত্যেক ওয়ার্ডে বিশেষ নজরদারি রাখতে হবে। একই সাথে ওই সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সকলকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনই প্রস্তুত হবে। নির্বাচনে বিজয় অর্জন করে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সরকার গঠন করতে হবে।

মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর শীববাড়ি মোড়ে নির্বাচন ক্যাম্পেইন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মাহমুদা বেগম, আলাউদ্দিন আল আজাদ মিলন, মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, শেখ আবিদ উল্লাহ, মীর মো. লিটন, আল মাসুম খান, কামরুল ইসলাম, রুম্মান আহমেদ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শ্যামল সিংহ রায়, শেখ ফজলুল হক, অধ্যাপক আলমগীর কবীর, কাউন্সিলর আলী আকবর টিপু, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশাররফ হোসেন, মো. শাহজাহান পারভেজ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, হাজী নুরুজ্জামান, কাজী মুজিবুল হক, মুন্সি আইয়ুব আলী, শেখ নুর ইসলাম, চ. ম. মুজিবর রহমান, শেখ আব্দুল আজিজ, জাহিদুল হক, ইউসুফ আলী খান, হাজী মোতালেব মিয়া, শেখ মো. রুহুল আমিন, খন্দকার বাহাউদ্দিন, মো. জাকির হোসেন হাওলাদার, মাষ্টার হাবিবুর রহমান, মো. আমির হোসেন, এস এম হাফিজুর রহমান, টি এম আরিফ, জান্নাতুল ফেরদৌস পিকুল, মো. রাজ্জাক হোসেন, শরীফ এনামুল হক, মো. মোক্তার হোসেন, মো. রুহুল আমীন খান, মো. তোতা মিয়া, আলী আকবর, মেহেজাবিন খান, খান হুমায়ুন কবীর, আইয়ুব আলী, শিপন চৌধুরী, খাজা মঈনউদ্দিন, মাহাবুব মম, জনি বসু, শাহানা বানু, তামান্না ইসলাম, সাবিয়া ইসলাম আঙ্গুর, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, জাহানারা বেগম, সৈয়দা হেনা বেগম, লিলি বেগম, রেশমা বেগম, শাহানারা বেগম, আসমা বেগম, কবিতা ওসি, লাকী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এক বিশাল নির্বাচনী ক্যাম্পেইন মিছিল নগরীর ময়লাপোতা হয়ে প্রেসক্লাবের দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।