‘এই টাকা হচ্ছে চলচ্চিত্রের ফিতরা’

0
378

অনলাইন ডেস্ক
গতকাল মঙ্গলবার ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চলচ্চিত্র ও অভিনয় জগতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালনের করে। জাতীয় চলচ্চিত্র দিবসে আয়োজিত চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির অনুষ্ঠানে অভিনেতা এটিএম শামসুজ্জামান সরকারি অর্থায়নে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে বলেন –
‘‘চলচ্চিত্র একটি বিশাল ব্যাপার। ভালো ছবি বানানোর জন্য সরকার যে টাকা দেয়, এই টাকা দিয়ে কোনোদিন ভালো ছবি বানানো যায় না, লুডু খেলা যায়। চলচ্চিত্রের জন্য অনেক টাকা লাগে। এই টাকা আপনারা নানাজনকে ভাগ করে দিচ্ছেন। এই টাকা হচ্ছে চলচ্চিত্রের ফিতরা। এই ফিতরা দিয়ে কেউ ধনী হতে পারে না। প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, এই ৪ কোটি টাকা আপনি দু’জনকে ভাগ করে দিন