প্রানপ্রিয় ভাইজান এস এম মেস্তফা রশিদী, তার নিথর দেহ নিয়ে প্রিয় মাতৃভুমিতে ফিরেছেন। সাথে ছিলেন তার স্বজনেরা। কাঁদলেন স্বজনেরা আপনজনদের কাছে পেয়ে। কারো যেন কোন ভাষা নেই, উপস্থিত সবার চোখের কোনে নোনা অশ্রু। এ অশ্রু ভালবাসার,এ অশ্রু সব হারানো বেদনার!!
শনিবার (২৮ জুলাই) শেষবারের মতো ঢাকা এয়ারপোর্টের ভি আই পি লাউঞ্জ এ প্রানপ্রিয় ভাইজানকে বরন করতে এসেছিলেন সুজা পরিবারের সবচেয়ে বড় হিতাকাংখী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকা শেখ হেলাল উদ্দিন এমপি।ছিলেন বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, সাবেক ত্রান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ,কেন্দ্রীয় প্রভাবশালী সদস্য এস এম কামাল হোসেন,বংগবন্ধুর ভ্রাতুষ্পুত্র,প্রিয় ভাই শেখ রুবেল,বংগবন্ধুর দৌহিত্র ,সুন্দর আগামীর কান্ডারী শেখ তন্ময়, বি জে এম ই এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী,সাবেক ছাত্রলেতা সুব্রত বাবু ,শেখ মেঃ আবু হানিফ,ফারুক হাসান হিটলু,সাইফুজ্জামান মুকুল,সৌমেন বোস,মাহমুদ মাওলা,ইনিজিনিয়ার প্রেম কুমার,শেখ রেজওয়ানুল হক রাজু ,জুয়েল তালুকদার,কামাল উদ্দিন সোহেল,খুলনা চেম্বারের সাবেক পরিচালক মোশাররফ হোসেন,জেলা ছাত্রলীগ নেতা আবু দাউদ রনি সহ বিপুল সংখ্যক শুভাকাংখী ও নেতাকর্মী এবং ভাইজানের পরিবারের সদস্যরা।
সূত্র: সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী রায়হান ফরিদ এর ফেসবুক।