উন্নত দেশ গড়তে হলে কৃষি, শিল্প ও শিক্ষা বিপ্লবের বিকল্প নেই : মিজান এমপি

0
423

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নত বিশ্বে দাড় করাতে শিল্প সমৃদ্ধ ক্ষুধামুক্ত শিক্ষিত জাতিতে পরিণত করতে হবে। একটি জাতি শিক্ষিত হলে সে দেশ উন্নত হতে বাধ্য। উন্নত দেশ গড়তে হলে কৃষি, শিল্প ও শিক্ষা বিপ্লবের কোন বিকল্প নেই। সেকারনেই প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা কৃষি ও শিল্পখাতের উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়তে সর্বক্ষেত্রে ভর্তুকি দিচ্ছেন। তার এই প্রচেষ্টাকে বিএনপি জামায়াত নস্যাত করতে নানা মূখী ষড়যন্ত্র করছে। তারা দেশ ও জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। দেশকে পাকিস্তানের কলোনী বানাতে চায়। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াতকে প্রতিহত করতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার হাজী মালেক কলেজ, বৌবাজার, চানমারী, ঢাকা ম্যাচ ইÐাস্ট্রি, আলিয়া মাদ্রাসা এবং খুলনা প্রেসক্লাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক হোসেন, গাজী মোশাররফ হোসেন, মো. শিহাব উদ্দিন, সাহেবুর রহমান পিটু মোল্লা, ফারুক হোসেন তুরান, আব্দুস জব্বার, এ্যাড. ফারুক হোসেন, মো. মাসুমুর রশিদ, মো. লিটনসহ কলেজ ও মাদ্রাসার শিক্ষক মÐলী।
এছাড়া তিনি ২৩ ও ৩১ নং ওয়ার্ডের পৃথক দুটি জানাযায় অংশ গ্রহণ করেন।