খুলনাটাইমস ডেস্কঃঈদুল আযহার ছুটিতে দেশের ১৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন। মঙ্গলবার সকাল থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বেপরোয়া বাসের চাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেনীর সদরের লেমু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা : ঈদের ছুটিতে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। জেলার দাউদকান্দি, বুড়িচং ও লাকসাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
তাছাড়া ময়মনসিংহে সকাল সাড়ে ৯টার দিকে বাস চাপায় এক বৃদ্ধ, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কে ট্রাকের চাপায় এক নারী, রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বৃহস্পতিবার সকালে এক নারী, লক্ষ্মীপুরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের শ্যামরা এলাকায় বুধবার ভোররাতে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নড়াইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আকাশ শেখ। সকাল ১০টার দিকে মহাজানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ২১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন বাররি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রেজিনা বেগম। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি। ভাঙ্গা হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ২০ জন আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজশাহীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপি’র সভাপতি।
নাটোরে দুপুরে বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় এক নারী, খাগড়াছড়ির আলুটিলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ও আহত হয়েছেন অন্তত ২০ জন স্কুল শিক্ষার্থী।
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাজশাহী-নওগাঁ সড়কের খোর্দ্দনারায়নপুর এলাকায় গত মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ট্রাকের ধাক্কায় স্ত্রী-শাশুড়ি ও জামাতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাটি ঘটে । এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।