ক্রীড়া প্রতিবেদক : ২২সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশ নিবে ইয়ং বয়েজ ক্লাব। ফুটবল লীগের দলগঠনের লক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) খেলোয়াড় বাঁছাই অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ৮টায় খুলনা সার্কিট হাউজ মাঠে এ বাঁছাই অনুষ্ঠিত হয়।
বাঁছাইয়ে জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে ২৫জন খেলোয়াড়কে প্রাথমিক ভাবে বাঁছাই করা হয়েছে। বাঁছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় সার্কিট হাউজ মাঠে অনুশীলন শুরু হবে।
খেলোয়াড় বাঁছাইয়ের সময় মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মোরতুজা শেখ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ জলিল, কোচ এজাজ আহমেদ ও অফিস সহকারী মো. রুহুল আমিন। লীগে ঘ গ্রুপে ইয়ং বয়েজ ক্লাবের প্রতিপক্ষ বলাকা স্পোটিং ক্লাব, ইয়ং রেডসান ক্লাব ও উল্কা ক্লাব।