ক্রীড়া প্রতিবেদক:
ইয়ং বয়েজ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম সংলগ্ন ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাদি মহিউদ্দিন আহমেদ গোরা। ক্লাবের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আজমল আহমেদ তপনের পরিচালনায় সভায় বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা হয়। এছাড়া দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে শিরোপা জয়ের লক্ষে দল গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী নাসিবুল হাসান সান্নু, জেড এ মাহমুদ ডন, এড. রজব আলী ও মো. আবজালুর রহমান। যুগ্ম সম্পাদক মোরতুজা শেখ ও ফেরদৌস হোসেন লাবু। কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক জিয়াউল হাসান লিটু, কার্যকরী সদস্য বিরেন ঘোষ, মহাসিনুর রহমান আফরোজ, মফিদুল ইসলাম টুটুল, শেখ ইশারুল হক, মো. ইকবাল হোসেন, জামিরুল হুদা জহর, মীর বরকত আলী ও জাকির হোসেন হাওলাদার।#