প্রেস বিজ্ঞপ্তিঃ
বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা কমিটির আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা রবিউল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক, নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাবেক সেক্রেটারী মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, ডাঃ কেএম আল আমিন এহসান, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব ফজলুল করীম, আবু মোঃ বেলাল, মোঃ সিরাজুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মোঃ হাফিজুর রহমান, মোঃ ইব্রাহীম খান, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ বদরুজ্জামান, হাফেজ দিদার, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, আব্দুর জব্বার, আবু হানিফ, মোঃ ফজলুর রহমান, মোঃ মুজিবর রহমান, মোঃ আলী আক্কাস, আলহাজ্ব মোস্তফা পাটোয়ারী, এইচ এম জুনায়েদ মাহমুদ, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, গাজী কামাল, মোঃ সিরাজুল ইসলাম, শেখ আমিরুল ইসলাম, এসকে নাজমুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ সোহরাব হোসেন, আলহাজ্ব মতিয়ার রহমান, মোঃ রেজাউল করীম, আব্দুস সোবাহান, মোঃ বশির উদ্দিন, ডাঃ এমদাদুল হক, মোঃ আলী আকবর, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ মোক্তার আলী, মোঃ কবির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল সাহেবকে বিজয়ী করার জন্য সর্বস্তরে জনগণের কাছে হাতপাখা মার্কার দাওয়াতী কাজ করা আহবান জানান।