নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমসঃ
সব রাজনৈতিক দল ও শ্রেণীর পেশার মানুষের মতমতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেয়া ও নির্বাচন কমিশন পুনর্গঠন ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাইর ডাকে আগামী ৫ অক্টোবর শুক্রবার সোহরাওয়ার্দী উদ্দানে জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে পাওয়ার হাউজ মোড়স্থ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা নগর সভাপতি মাওঃ অধ্যক্ষ মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ আব্দুর রশিদ, মোঃ রবিউল ইসলাম তুষার, মাওঃ দ্বীন ইসলাম, মুক্তিযুদ্ধা জি এম কিবরিয়া, মোঃ হযরত আলী, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবীর, আলহাজ্ব মারুফ হোসেন, মুফতী তৈয়েবুর রহমান, মুফতী রবিউল ইসলাম রাফে, শ্রমিক নেতা আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ ফজলুল করীম, ছাত্র নেতা মুহাঃ সাইফুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় জাতীয় মহাসমাবেশ সফলে প্রত্যেক ওয়ার্ড থেকে গাড়ি নেওয়ার সিন্ধান্ত সহ ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়।