গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর দুইদিন ব্যাপী থানাভিত্তিক কর্মী প্রত্যাশী তারবিয়াত অনুষ্ঠিত হয় নগরীর সদর সোনাডাঙ্গা খালিশপুর খানজাহান আলী আড়ংঘাটা থানা শাখা ও গোয়ালখালী মাদ্রাসা শাখার পৃথক পৃথক ব্যবস্থাপনায় থানা কার্যালয়ে তারবিয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু. আল আমিন ও এম এ হাসিব গোলদার বিশেষ অতিথি ছিলেন নগর সভাপতি মু.ইসহাক ফরিদি সহ-সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, মইনুল ইসলাম, বিলাল হুসাইন উপস্থিত ছিলেন আঃ সালাম জায়েফ, ইব্রাহিম ইসলাম আবির, মামুন অর রশিদ, সোলাইমান হোসেন ইমন, নাজিম হাওলাদার নাইম, হাবিবুল্লাহ মেসবাহ, মইনুদ্দীন ইয়ামিন মোল্লা, শফিকুর রহমান, আব্দুল্লাাহ রমজান, শেখ কাজী ফাহিম, আলাউদ্দিন, আঃ সবুর, আঃ আল-মামুন, শাকিল আহম্মাদ, আঃ আল মামুন, কাজী আজোয়ান, হাসিবুর রহমান, রাকিবুল ইসলাম, আবু বকর প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি