ইশা ছাত্র আন্দোলনের সুন্দরবন থানার জরুরি সভা অনুষ্ঠিত – 

0
498
আজ  ২৫ নভেম্বর শনিবার সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা দক্ষিণের আওতাধীন সুন্দরবন সাংগঠনিক থানা শাখার এক জরুরী সভা শাখা সভাপতি মু মাহমুদুল হাসানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মু আরিফুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত হয়৷৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  দাকোপ উপজেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ক্বারী মু আকতার হুসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু সিফাত গাজী, মোঃ আজগর গাজী, মোঃ ইব্রাহিম খান, মোঃ রোকন শেখ, মোঃ বায়োজিদ গাজী, মোঃ হুসাইন মোল্লা, মোঃ রাহুল গাজী প্রমুখ নেতৃবৃন্দ।