তথ্যবিবরণী : খুলনা জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০১৮ বৃহস্পতিবার দিনব্যাপী বয়রাস্থ ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামি ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
সম্মেলনে অতিথিরা বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশ থেকে বাংলাদেশে অনেক শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের মাধম্যেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আর এজন্যই বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার মর্যাদা অর্জন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মো. নাসির উদ্দিন মোল্লা, সহকারী পরিচালক সা’দ উদ্দিন এবং ফিল্ড অফিসার মো.শাহবুদ্দিন।
সম্মেলনে অংশগ্রহণকারী ইমামরা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে তাদের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতেও তাদের বলিষ্ট ভূমিকা অব্যহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।