ইমরানের সম্ভাব্য মন্ত্রিসভায় যারা থাকছেন

0
403

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহেই শপথ নিতে চলেছেন সাবেক ক্রিকেট তারকা রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। তার শপথগ্রহণের নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে ইমরানের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইমরান খানের মন্ত্রিসভার আকার খুব বড় হবে না। ১৫-২০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই মন্ত্রিসভা। এর সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন; পিটিআই নেতা আসাদ উমর, পারভেজ খাট্টার, চৌধুরী মোহাম্মদ সারওয়ার, জারতাজ গুল, আরিফ আলভি, ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি।

পাকিস্তানে ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল। ফলে অপেক্ষাকৃত ছোট দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পিএমএল কিউ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করছে পিটিআই। এ কারণে এসব দলের নেতারাও ঠাঁই পাচ্ছেন ইমরানের মন্ত্রিসভায়।

থাকছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টার। পাকিস্তানের নতুন সরকারের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে চলেছেন পিটিআই-এর ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি।