প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক ইভটিজারকে সাজা ও অপর এক জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চেচুড়ি এলাকার গোলদার গাজীর ছেলে আঃ হাই গাজী (৪৮) একই এলাকার এক কলেজ ছাত্রীকে ইভটিজিং’র অভিযোগে এক মাসের সাজা ও উপজেলার গাবতলা এলাকায় ভদ্রা নদী খননের মাটি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে শিবপুর এলাকার রুহুল আমিন মোল্যার ছেলে মন্টু মোল্যা (৩০) কে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।